বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। তারা হলেন, ওই উপজেলার চান্দাইকোনা হাই স্কুলের শিক্ষক রহিজুল ইসলাম (৫৯) ও বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের অটোভ্যান চালক সাহেব আলী (৬০)।
এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে অটোভ্যানযোগে জানাযায় যাচ্ছিলেন তারা। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ ফতেহ আলী বাস চাপা দেয়। এতে অটোভ্যানে চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় শিক্ষকসহ ওই ২ জন মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।